নগরীর সদরঘাটে বস্তিতে আগুন, পুড়ল ৩৩ ঘর


চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আগ্রাবাদ ডিটি রোড এলাকার একটি বস্তিতে আগুনে অন্তত ৩৩টি ঘর পুড়ে গেছে।

শনিবার ভোরে এসআরবি কলোনি নামের বস্তিটিতে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার গণমাধ্যমকে জানান, ভোররাত ৪টা ২০ মিনিটে আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

তিনি জানান, এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.