ড্র বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট


প্রথম ইনিংস থেকে শ্রীলংকার পাওয়া ১০৭ রানের লিডের জবাবে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১০০ রান। এরপর নামে বৃষ্টি। ম্যাচ আর শুরু করা যায়নি। ক্যান্ডি টেস্ট তাই ড্র হয়ে গেছে।

বাংলাদেশ ৫৪১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করার পর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৬৪৮ রানে।

শ্রীলঙ্কার থেকে ১০৭ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। ক্যান্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনের সেশন শেষে ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৪১/৭ (ডি.)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৮/৮ (ডি.) (আগের দিন ৫১২/৩) (করুনারত্নে ২৪৪, ধনাঞ্জয়া ১৬৬, নিসানকা ১২, ডিকভেলা ৩১, হাসারাঙ্গা ৪৩, লাকমল ২২*, বিশ্ব ০*; আবু জায়েদ ১৯-২-৭৬-০, তাসকিন ৩০-৬-১১২-৩, ইবাদত ২১-১-৯৯-১, মিরাজ ৫৮-৬-১৬১-১, তাইজুল ৪৫-৯-১৬৪-২, মুমিনুল ৪-০-১৮-০, সাইফ ২-০-৫-০)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৩ ওভারে ১০০/২ ( তামিম ৭৪*, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ২৩*, লাকমল ৮-২-২১-২, বিশ্ব ৫-২-১৮-০, ধনাঞ্জয়া ১১-১-৪৬-০, হাসারাঙ্গা ৯-০-১৫-০)।

ফল: ম্যাচ ড্র

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ০-০ সমতা

ম্যান অব দা ম্যাচ: দিমুথ করুনারত্নে


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.