সিয়াম সাধনার মাস রমজান


এস.এম. মাঈন উদ্দীন রুবেল

এসেছে রহমত, নাজাত, মাগফিরাত, নাজতের মাস
খোদা বলেছেন রোজা আমার জন্য,রমজান আমার মাস
আমি খোদা নিজেই এর প্রতিদান দিব
আমার বান্দারা তোমরা রোজা রাখ

রোজা আমি তোমাদের উপর করেছি ফরজ
জান্নাত হতে মুক্তির জন্য সরণি করেছি সহজ।
সাওম পালন করে মাহে রমজানকে কর সম্মান
আমি স্রষ্টা নিজেই দিব তার প্রতিদান।

হে আল্লাহর বান্দারা বঞ্চিত হয়ো না সুবর্ণ সুযোগ হতে
রমজান এসেছে তোমাদের নিকট অফুরন্ত নিয়ামত নিয়ে,
আমার রসূল(সাঃ) এর উপর কদর রজনীতে-
নাযিল করেছে মহাগ্রণ্থ আল-কোরআন,
বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ রমজান
পবিত্র কোরআন নাযিলে রমজান মাস সবচেয়ে মর্যাদাবান।

রমজান আসে মুসলমানদের নিকট প্যাকেজস্বরূপ
বন্ধ করে জাহান্নামের দ্বার ,
উন্মুক্ত থাকে জান্নাতের দ্বার,
দয়াল নবীর উম্মতের জন্য কত কিছুই- না মাপ।
সকল গুনাহ হতে বিরত রাখে রমজান
আল্লাহর সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ উপায় মাহে রমাদান।

কেনই-বা বিশেষ প্যাকেজ পারনা করতে গ্রহণ
কিছু বদকার দিনে-দুপুরে আড়ালে করে খাদ্য গ্রহণ।
নবীর আদর্শ যদি না থাকে হৃদয়ে ধারণ
কিভাবে করবে সাফায়াত অর্জন?
ভয় নেই যার অন্তরে আল্লাহর
সে তো মস্ত শয়তান,
আল্লাহ তাদের করুক হেদায়ত দান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.