বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার সংস্থার আলোচনা সভা ১০ ডিসেম্বর


বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এবারও আলোচনা সভার আয়োজন করেছেন আইন ও অধিকার সংস্থা।

আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩ টায় দৈনিক বীর চট্রগ্রাম মঞ্চ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্টিত হবার কথা রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এতে বলা হয় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এবারের কর্মসূচি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় রিকাভার বেটার : স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস্ (অধিকতর সুস্থতা : মানবাধিকারের জন্য দাঁড়াও)।

শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দৈনিক বীর চট্রগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। মূখ্য আলোচক থাকবেন চট্রগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. রতন কুমার রায়, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইন ও অধিকার সংস্থার সাধারণ সম্পাদক মাধব দীপ, আলোচনায় অংশ নেবেন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুখতার আহমদ, সাধারণ সম্পাদক এম জিয়া উদ্দিন, সিইউজে সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, মূখ্য আলোচক থাকবেন দৈনিক পূর্বদেশের নব নিযুক্ত চীফ রিপোঁটার সবুর শুভ। উক্ত আলোচনা সভা সফল করার জন্য আইন ও অধিকার সংস্থার সভাপতি এড. উত্তম কুমার দত্ত সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.