নিদ্রাহারা একলা রাতে জাগর পাখি হই


শুকলাল দাশ

খেলার মাঠে কাটতো যখন একটি বিকাল বেলা
দু’চোখ ভরে দেখে নিতাম আলো-ছায়ার খেলা।
ফুলপরিদের ভালবাসায় ফুটতো যত ফুল
এই মালিকার মায়া-আদর অজস্র অতুল।

এমন মায়ার দিনগুলো কি আবার ফিরে আসে!
তবু ব্যথার এসব স্মৃতি দু’চোখ জুড়ে ভাসে!
রৌদ্র-ছায়ার ভালবাসার দিনগুলো হায় কই?
নিদ্রাহারা একলা রাতে জাগর পাখি হই।

ছুটির দিনে হারিয়ে যাওয়া আশুলিয়ার বাঁকে
স্বর্ণালী সেই দিনগুলো আজ ডাকে, আমায় ডাকে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.